--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

0

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা সোমবার বেড়ে দাঁড়িয়েছে ১০২ তে, চমেক ১৫, বেসরকারী হাসপাতালে ২৬ জন সনাক্ত। প্রশাসন এরই মধ্যে ডেঙ্গুর বিষয়টি নজরে আনছে। এ ব্যাপারে যাতে কোন অবহেলা না হয় তার জন্য জেলা প্রশাসনও সক্রিয় রয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গু রোগীর ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয় হয়েছে।

 সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন হাসপাতালে ৩ জন,আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, , পার্কভিউ হাসপাতালে ১ জন ,পিপলস হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।, বেসরকারি মেডিকেল সেন্টারে ৯ জন, ন্যাশনাল হাসপাতালে ২ জন, ম্যাক্স হাসপাতালে ১ জন, রয়েল হাসপাতালে ১ জন, সিএসসিআর হাসপাতালে ১ জন রোগীর চিকিৎসা চলছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.