--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক আতাউল হাকিম আর নেই

0

 

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক আতাউল হাকিম আর নেই (ইন্না লিল্লাহে….রাজেউন) ।  চট্টগ্রামের নামকরা একজন সাংবাদিক ছিলেন আতাউল হাকিম। দৈনিক পূর্বকোনে দীর্ঘদিন কাজ করেছেন। চট্টগ্রামের সাংবাদিকতার জগতকে সমৃদ্ধ করেছেন। নিজে লিখেছেন অসাধরন একটি বই ‘নিজ গুনে ক্ষমা করবেন’। এ বইতে ফুটে উঠেছিল সমাজের নানা অসঙ্গতি। দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে। অনেক দুঃসময়ে তিনি হাল ধরেছেন চট্টগ্রামের দুটো সংগঠনের। একটি হলো প্রেস ক্লাব, অন্যটি সাংবাদিক ইউনিয়ন। তার শক্ত নেতৃত্বের কারনে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলোর আজ শক্ত অবস্থা। সে মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন তিনি সংগ্রাম করেছেন বিভিন্ন রোগের সাথে। মঙ্গলবার হার মানলেন। রাত সাড়ে ৮টার দিকে নগরীর একটি ক্লিনিকে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

আতাউল হাকিম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত।  আতাউল হাকিম সততা ও নিষ্ঠার সঙ্গে  বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী এবং বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণে দীর্ঘ ৩২ বছর সাংবাদিকতা করেছেন। আগামীকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.