--- বিজ্ঞাপন ---

‘আ নিউইয়র্ক লাভ স্টোরি’, পাকিস্তান ভারতের মুসলিম-হিন্দু সমকামী দম্পতি 

0

শুধু সখী নয়, তাঁরা দু’জন জীবনসঙ্গী। পাকিস্তানের শিল্পী সুন্দস মালিক এবং ভারতের অঞ্জলি চকরা। দু’জনের সংসার নিউইয়র্কে। উত্তর পাকিস্তানের মেয়ে সুন্দসের সঙ্গে অঞ্জলির আলাপ নিউইয়র্কেই। প্রথম দর্শনেই ভাল লাগা, তার থেকে প্রেম। এক সঙ্গে থাকার বর্ষপূর্তিই শুধু নয়। সম্প্রতি এই দম্পতি যোগ দিয়েছিলেন বেশ কিছু পারিবারিক বিয়ের উৎসবে। দু’জনেই সচেষ্ট ছিলেন দু’জনের পরিবারের সদস্যদের মন জয় করতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সমকামী দম্পতির এক তরুণীর নাম অঞ্জলি চক্র। তিনি ভারতের নাগরিক। অপরজন হলেন পাকিস্তানের সুন্দাস মালিক। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানের সুন্দাস মালিক একজন মুসলিম। এছাড়া তিনি একজন আর্টিস্ট। অ্যানিভার্সারি উপলক্ষে একে অন্যকেও শুভেচ্ছা জানিয়েছেন সুন্দস এবং অঞ্জলি। টুইটারে ছবি পোস্ট করে অঞ্জলি লিখেছেন, সুন্দস-ই সেই মেয়ে যিনি তাঁকে শিখিয়েছেন কী ভাবে ভালবাসতে হয় আর কী ভাবে ভালবাসা পেতে হয়। সুন্দসের কথায়, অঞ্জলি আগের জন্মেও তাঁর আপনজনই ছিলেন। ভারত পাকিস্তান মানেই হিন্দু-মুসলিম বিভাজন বা প্রতিহিংসার রক্ত নয়। দম্পতি মানেই নারী পুরষ নয়। এরকমই অনেকগুলো ‘হ্যাঁ’-কে ‘না’, আর ‘না’-কে ‘হ্যাঁ’ করে বাজিমাত দুই তরুণীর। তাঁদের দু’জনকে দু’জনের ‘জীবনসঙ্গী’ বলা হবে, নাকি ‘জীবনসঙ্গিনী’, তা নিয়ে ভাবিত নন এই দুই তরুণী। তাঁরা শুধু চান বাকি জীবনটাও এ ভাবে ভালবাসার তরীতে পাড়ি দিতে। একে অন্যের ‘বেটার হাফ’ হয়ে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.