--- বিজ্ঞাপন ---

অগ্রগতিতে চট্টগ্রাম বন্দর যেতে হবে আরো বহুদূর

0

লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’-এ তালিকায় চট্টগ্রাম বন্দর বিশ্বমানের ৬৪তম বন্দর হিসেবে স্থান পেয়েছে। এ তালিকায় ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের স্থান ছিল ৯৫তম, ২০১৭ সালে ৭০তম। বিশ্বের যেসব বন্দর কনটেইনার বাণিজ্যে এগিয়ে থাকে, সেগুলো নিয়ে সাধারণত র‌্যাংকিং হয়। সে হিসেবে ২০১৮ সালে ২৭ লাখ ৯৭ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে বন্দর এগিয়েছে ৬ ধাপ। তবে বন্দরের এ ধারা ধরে রাখা কঠিন হবে, যদি পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) দ্রুত নির্মাণ করা না হয়। বিশ্বমানের এ র‌্যাংকিংয়ে প্রথমে রয়েছে চীনের সাংহাই আর দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.