র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. জাকের (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। রোববার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জাকের চাম্বল এলাকার বাদশা মিয়া প্রকাশ বাইশ্যার ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, চাম্বল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ডাকাত জাকেরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। জাকের একজন কুখ্যাত ডাকাত ও জলদস্যু। ঘটনাস্থল থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে বলে তিনি জানান।
--- বিজ্ঞাপন ---
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী র্সবাদ