আরব আমিরাতের শারজায় হাটহাজারীর ফতেয়াবাদের প্রবাসী মোহাম্মদ ইকবালের চার মেয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় একটি land cruser পুরানো মডেল গাড়ীতে ধাক্কা লেগে দুই বোন মার্মান্তিক ভাবে মারা যায়।
মোহাম্মদ ইকবালের চার মেয়ের মধ্যে এই দুই মেয়ের একজন ছিল সবার বড় তাসফিয়া(১৬)শারজা পাকিস্তানী স্কুলের নবম শ্রেণীর ছাত্রী, আরেকজন ছিল সবার ছোট তাজু(৬)।
তাদের নিজ বাড়ী চট্টগ্রামের ফতেয়াবাদের বটতল এবং মোহাম্মদ ইকবাল শারজার ব্যবসায়ী।প্রায় তারা এইভাবে রাস্তা পার হয়ে টিউশনিতে যায় ।
কিন্তু গতকাল শারজা বাংলাদেশ সমিতির খুব কাছাকাছি পাকিস্তানি সিগনাল এ গাড়িটির ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গাড়ীর সাথে ধাক্কা লেগে তারা মাথায় খুব আঘাত পায় এতে দুইজন’ই মেডিকেল নেওয়ার আগেই মারা যান।
মর্মান্তিক এই এ দূর্ঘটনার সময় যে গাড়িটির সাথে ধাক্কা লেগেছে উপস্হিত যারা দেখেছেন তারা বলছেন গাড়িটি স্পিড খুব বেশী ছিল বিধায় ড্রাইভার স্পিড কন্ট্রোল করতে পারেনি এবং ড্রাইবার এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা যায় । সূত্র.. সিপ্লাস