--- বিজ্ঞাপন ---

ইসলামাবাদের রাস্তায় ভারতের সমর্থনে পোস্টার, ফুঁসছে পাকিস্তান

0

আজ জম্মু-কাশ্মীর লিয়া হ্যায়। কাল বালুচিস্তান, পিওকে লেঙ্গে। মুঝে বিশ্বাস হ্যায় দেশ কি পিএম অখণ্ড হিন্দুস্তান কি সপনা পুরা করেঙ্গে! আজ জম্মু-কাশ্মীর নিয়েছি, কাল বালুচিস্তান আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরও নেব। আমার বিশ্বাস, দেশের প্রধানমন্ত্রী অখণ্ড ভারতের স্বপ্নপূরণ করবেন। একটি পোস্টারে লেখা ছিল এই কথাগুলি।

এমন পোস্টার ভারতে দেখা গেলে আশ্চর্যের কিছু ছিল না। কিন্তু ভারতে নয়, এমন পোস্টার দেখা গিয়েছে খোদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখান থেকে এক পাকিস্তানি নাগরিক এই পোস্টারের ছবি সমেত ভিডিও ক্লিপ পাঠিয়েছেন বিজেপি নেতা তেজিন্দর সিং পাল বাগাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পাকিস্তানি তরুণ পোস্টারটি পড়ছেন। তারপর প্রশ্ন করছেন, এই ধরনের পোস্টার ইসলামাবাদে এল কী করে?পোস্টারের নীচে লেখা আছে, মহাভারত, এ স্টেপ ফরোয়ার্ড। ইসলামাবাদের পুলিশ এসে এই পোস্টার ছিঁড়ে দিয়েছে। কিন্তু তার আগেই সেই পোস্টারের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয়রা ওই ছবি দেখে মজা পাচ্ছেন। কিন্তু রাগে ফুঁসছেন পাকিস্তানিরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, কারা পোস্টারগুলি লাগিয়ে গিয়েছে? মারিয়া মেমন নামে এক পাকিস্তানি লিখেছেন, যারা এর জন্য দায়ী, তাদের শাস্তি দিতে হবে। সিল্ক লোদী নামে আর এক পাকিস্তানি নাগরিক লিখেছেন, এই পোস্টার যখন সাঁটানো হচ্ছিল, আমাদের প্রশাসনের কর্তারা কি ঘুমোচ্ছিলেন? সূত্র : ওয়াল ব্যুরো

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.