--- বিজ্ঞাপন ---

তলা ফুটো হয়ে আবুল খায়ের গ্রুপের পণ্য বোঝাই  লাইটার জাহাজ ডুবি

0

বঙ্গপোসাগরে তলা ফুটো হয়ে আবুল খায়ের গ্রুপের পণ্য বোঝাই  লাইটার জাহাজ টিটু-১৮ ডুবে গেছে। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের ১৫ জন কর্মীর মধ্যে ৪ জন নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, খারাপ আবহাওয়ার কারণে কর্ণফুলী নদীর মোহনা থেকে ১৮ মাইল দূরে টিটু-১৮ নামে  ক্লিংকারবাহী একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটির ১৫ জন কর্মীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জনকে উদ্ধারের কাজ চলছে। বাংলাদেশ নৌবাহিনীর ও কোস্ট গার্ডের কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে কাজ করছে ।জাহাজটি ঢাকার দিকে যাচ্ছিল।

অন্যদিকে গত সোমবার (৫ আগস্ট) রাতে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি স্থানে গমবোঝাই ‘এমভি পাটগাটি-২’ নামের অপর একটি জাহাজ ডুবে যায়।কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাবার সময় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেটি মাঝ সাগরে ডুবে যায় বলে বন্দরের একটি সূত্র জানিয়েছে।জাহাজটির ১৪ নাবিক-শ্রমিক লাইফ বয়া নিয়ে সাগরে ঝাঁপ দেন। পরে অন্য একটি জাহাজের লোকজন তাদের উদ্ধার করেন। ##সূত্রঃ বিএনএ

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.