--- বিজ্ঞাপন ---

মারিয়ম শরিফকে গ্রেফতার

0

একদিকে যখন কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে চূড়ান্ত বৈরিতার সম্পর্ক তৈরি করছে পাকিস্তান, তখন নিজেদের দেশীয় রাজনীতিতেও একের পর এক শোরগোল পড়ছে সেদেশে। এবার যেমন হঠাতই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়ম শরিফকে গ্রেফতার করা হল।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ এখন লাহোরের জেলবন্দি। সেই কারণে বাবার সঙ্গে জেলেই দেখা করতে গিয়েছিলেন কন্যা মারিয়ম। আর সেই জেলেই তাঁকে গ্রেফতার করা হয়।

মূলত কী অভিযোগ মারিয়মের বিরুদ্ধে? পাকিস্তানের অ্যান্টি কোরাপশন এজেন্সির দাবি, সুগার মিলের মাধ্যমে বহু টাকা দুর্নীতির সঙ্গে জড়িত, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

যদিও নওয়াজের দলের তরফে অভিযোগ করা হয়েছে, প্রতিহিংসাপরায়ণ হয়েই মারিয়ম শরিফকে গ্রেফতার করেছে ইমরান সরকার। ইমরান খানের কট্টর সমালোচক। সেই কারণেই মারিয়মকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পাক রাজনীতির সঙ্গে জড়িত অনেকের। সূত্রঃ এই সময়

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.