--- বিজ্ঞাপন ---

বরফ গলছে গ্রিনল্যান্ডে – একদিনে গলল ১১ বিলিয়ন !!

0

দিনকে দিন বাড়ছে তাপমাত্রার পারদ। এর ফলে বিশ্বে দেখা দিয়েছে উষ্ণায়ন। বরফ গলছে মেরু প্রদেশে। সবচেয়ে ভয়ংকর অবস্থা গ্রিনল্যান্ডে। সেখানে একদিনেই বরফ খণ্ড গলেছে ১ হাজার ১০০ কোটি টন (১১ বিলিয়ন)। বরফ গলে পানি হয়ে যাওয়ার এ খবরে আতঙ্কিত বিজ্ঞানীরা। গলে যাওয়া বরফের পরিমাণ অলিম্পিকের ৪৪ লাখ সুইমিং পুলের সমান। গ্রিনল্যান্ডে বরফ গলার ঘটনা আশ্চর্যের কিছু নয়। সাধারণত গ্রিনল্যান্ডের বরফ গলে গ্রীষ্মেই। এ বছর বরফ গলছে শুরু করেছে একটু আগেই। গত চার মাস ধরে সেখানে বরফ গলছে। ওয়াশিংটন পোষ্টের প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে গ্রিনল্যান্ডের ১৯৭ বিলিয়ন হিমবাহ গলে পানিতে মিশে গেছে। এর ফলে মাত্র এক মাসে সমুদ্রের পানির বৃদ্ধি হয়েছে প্রায় ০.১ মিলিমিটার বা ০.০২ ইঞ্চি। এর পরিমাণ অলিম্পিকের ৮ কোটি সুইমিং পুলের সমান। তিনি বলেন, এ বছরে গড়ে মাসে ৬০ থেকে ৭০ বিলিয়ন টন বরফ গলেছে। বিজ্ঞানীরা বলছেন, ১৯৫৯ সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বরফ গলেছে চলতি বছরেই। তাপমাত্রা রেকর্ড ভেঙে গেছে। গ্রীষ্মে বরফ গলে পানিতে পরিণত হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.