--- বিজ্ঞাপন ---

ভারতের পাশে রাশিয়া, কাশ্মীরে নিয়ে টেনশনে পাকিস্তান

0

স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সেই ধারা বজায় রেখে এবার কাশ্মীরের পুনর্জন্মে নরেন্দ্র মোদির পাশে দাঁড়াল বন্ধু রাশিয়া। সংবিধান মেনেই জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা রদ করেছে ভারত। শুক্রবার, এমনটাই মন্তব্য করল রুশ বিদেশমন্ত্রক। এদিকে, শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তুলে ধরার পাকিস্তানের চেষ্টা বিফল হয়ে যায়। ৩৭০ ধারা রদ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি নিরাপত্তা পরিষদ। সোমবার ৩৭০ ধারা রদ হওয়ার পর এই বিষয়ে উচ্চবাচ্য করেনি রাশিয়া। যদিও প্রথামাফিক মস্কো যে নয়াদিল্লির পাশে দাঁড়াবে তা জানাই ছিল। সেই মতো শুক্রবার পাকিস্তানকে আরও কোণঠাসা করে ভারতের পক্ষেই মত দিল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘৩৭০ ধারা রদ ও জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাশ সংবিধান মেনেই করেছে ভারত। আমরা আশা করছি ভারত ও পাকিস্তান সংযম বজায় রাখবে। কাশ্মীর পদক্ষেপ নিয়ে দু’দেশের মধ্যে পরিস্থিতির চূড়ান্ত অবনতি হবে না বলেই আমরা আশা করছি। শিমলা চুক্তি ও লাহোর ডিক্লারেশন মেনেই আলোচনার সমস্যার সমাধান করুক দুই দেশ।’
প্রয়াত প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর আমল থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মজবুত হয় ভারতের। ইন্দিরা গান্ধীর আমলে তা আরও মজবুত হয়। ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত মহাসাগরে মার্কিন নৌবহরের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায় সোভিয়েত নৌবাহিনী। বিফলে যায় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চাল। বাকিটা ইতিহাস। সোভিয়েতের পতন হলেও রাশিয়ার সঙ্গে সেই সম্পর্ক আজও মজবুত। তারই প্রমাণ মিলল এবার। আগেই কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের পাক দাবি উড়িয়ে দিয়েছে রাষ্ট্রসংঘ। শিমলা চুক্তির কথা স্মরণ করিয়ে দুই দশকে সংযম দেখানোর আরজি জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভারতের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা, মালদ্বীপ-সহ একাধিক দেশ। ইসলামাবাদকে হতাশ করে আমেরিকা সাফ জানিয়েছে কাশ্মীরি নীতিতে কোনও বদল আনা হয়নি। অর্থাৎ এই বিষয়ে হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন। তুরস্ক, সৌদি আরবও পাকিস্তানকে ভরসা দেয়নি। –  সূত্রঃ সংবাদ প্রতিদিন

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.