--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামে ঈদুল আজহার নামাজে দেশ ও মানুষের কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়

0

চট্টগ্রাম (১২ আগস্ট,২০১৯ ইং) : নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আজ সোমবার  ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়  এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আহমুদুল হক। নামাজের পর খুতবায় দেশ ও দেশের মানুষের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে আকুতি জানিয়ে মোনাজাত করা হয়।

সেখানে নামাজ আদায় করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান  আলম শেঠ, বিএনপি নেতা আবু সুফিয়ান ও নগর সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ।

একইস্থানে সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেছেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসা প্রধান মোফাচ্ছির কাজী মাওলানা মোহাম্মদ ছালেকুর রহমান।

এছাড়া নগরীর ৪১ টি ওয়ার্ডে ১৬৫ টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে বিভিন্ন  রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা পরস্পরের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ##

 

 

 

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.