--- বিজ্ঞাপন ---

সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

0

ঈদের পরদিন মঙ্গলবার  বন্দরনগরী চট্টগ্রাম সহ
দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে
ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের
সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয়
সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া
অধিদপ্তর

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে,
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন
এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে গভীর
সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া
বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার,
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর
স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা
হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.