--- বিজ্ঞাপন ---

সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু…

0

এন.এইচ নিরব :  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তিযুদ্ধের জোর প্রস্তুতি চলছে শিক্ষার্থীদের। আগামী মাস থেকেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসাবে, এ বছর ২৩ লাখের বেশি আসন রয়েছে অনার্স ও ডিগ্রি পর্যায়ে।

অথচ এবার উচ্চমাধ্যমিক পাস করেছেন সাড়ে ৯ লাখের মতো। ফলে আসন সংকটের আশঙ্কা দেখছে না কমিশন।

উচ্চশিক্ষার পথে ছুটতে বাড়তি সতর্ক শিক্ষার্থীরা। প্রস্ততি চলছে মাপা পায়ে।
স্কুল-কলেজ শেষে এবার বিশ্ববিদ্যালয়ে পড়ার পালা। যেখান থেকেই মূলত জীবনের গতিপথ বদলায়।বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৪৯ হাজারের বেশি।

আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন ১ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী। এছাড়া ১৯ লাখ আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন প্রায় এক লাখ আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৫৮ হাজার। এরসাথে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন ১০ হাজারের বেশি শিক্ষার্থী।

অনার্স ও পাসকোর্স মিলিয়ে আসন রয়েছে ২৩ লাখের বেশি। যার বিপরীতে এবার উচ্চ মাধ্যমিকে পাস করেছেন, সাড়ে ৯ লাখের মতো ছেলে-মেয়ে। এরসাথে গতবারের কাঙ্খিত বিশ্ববিদ্যালয় বা বিষয় না পাওয়া আরও দুই লাখ পরীক্ষার্থী ধরলেও আসন সংকট হবে না বলেই মনে করছে মঞ্জুরী কমিশন।

শিক্ষার্থীদের ভর্তি ঝামেলা কমাতে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার কথাও ভাবছে বিশ্বদ্যিালয় মঞ্জুরি কমিশন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.