--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু ।

0

এন.এইচ নিরব: মিরসরাইয়ে কমলদহ ঝরনা থেকে পড়ে পর্যটকের মৃত্যু,মরদেহ উদ্ধার চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মেহেদী হাসান (২১)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ের কমলদহ এলাকার রূপসী ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় বেলা দেড়টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।
মেহেদী নাটোর সদরের জালালাবাদ এলাকার নুরুল আমিনের একমাত্র ছেলে।

বাবার চাকরিসূত্রে তাঁর পরিবার চট্টগ্রাম শহরের কর্নেলহাট এলাকায় থাকে। মেহেদী চট্টগ্রাম শহরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

মেহেদী হাসানের সঙ্গে বেড়াতে যাওয়া বন্ধু মো. মইনউদ্দিন আহমেদ বলেন, তাঁরা ছয় বন্ধু আজ সকাল নয়টার দিকে চট্টগ্রাম শহর থেকে মিরসরাইয়ের রূপসী ঝরনা দেখতে যান। ঝরনায় উঠতে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে পা পিছলে নিচে পড়ে যান মেহেদী। তখন ঝরনার খাদে তলিয়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সাহায্য চান তাঁরা।

মিরসরাইয়ের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ইয়াসির আরাফাত বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। দুই ঘণ্টার চেষ্টায় ঝরনার খাদ থেকে মেহেদী হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মেহেদীর লাশ বুঝিয়ে দেওয়া হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.