--- বিজ্ঞাপন ---

তুরস্কের তৈরী লেসার গান দিয়ে লিবিয়ায় ভূপাতিত হল ড্রোন,ধ্বংস হল সাঁজোয়া যান

0

 

মোহাম্মদ শহীদুল ইসলাম (২৭ আগস্ট, ২০১৯ ইং) : বিশ্ব অস্ত্র রফতানিকারক ও অস্ত্র আবিষ্কারকদের জন্য কয়েকদিন আগের একটি  গুরুত্বপূর্ণ ছোট্ট খবর। গত ১২ আগস্ট প্রকাশিত হয় সংবাদটি । “তুরস্কের তৈরী লেসার অস্ত্র দিয়ে লিবিয়ায় চীনের তৈরী মনুষ্যবিহীন উইং লুং-২ সামরিক ড্রোন ইউএভি বিমান ভূপাতিত” শিরোনামে এ সংবাদ প্রকাশিত হয় একটি সামরিক অনলাইন ওয়েবসাইটে। সকল সংবাদ মাধ্যমে হয়তবা ব্যাপকভাবে এর  প্রচার হয়নি। কিন্তু সংবাদটির গুরুত্ব খাটো করে দেখার উপায় নেই। তবে, ইউরোপের বেলজিয়াম ভিত্তিক প্রভাবশালী সামরিক বিষয়ক অনলাইন ওয়েবসাইট ‘আর্মি রিকগনিশন’ এ সংবাদটি গুরুত্বের সাথে তুলে ধরে ভবিষ্যতে এর ব্যাপকতা কতখানি তা-ও উল্লেখ করেছে।

সামরিক বিষয়ক সাংবাদিক আলেকজান্ডার টিমোখিনের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের প্রথম দিকের ঐ ঘটনায় দেখা গেছে, লিবিয়ার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে জেনারেল খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির  পক্ষে সংযুক্ত আরব আমীরাতের দেয়া  চীনের তৈরী  উইং লুং-২ শ্রেণীর মনুষ্যবিহীন সামরিক ড্রোন ইউএভি তুরস্কের তৈরী  লেসার অস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়। ড্রোনটির জলন্ত ধ্বংসাবশেষ চীনের টেলিভিশনেও  প্রদর্শন করা হয়েছে। লিবিয়ার  জাতিসংঘ সমর্থিত সরকার ও মিসুরাত বাহিনীর পক্ষে তুরস্ক সামরিক সহায়তার অংশ হিসেবে এই সামরিক লেসার অস্ত্র প্রেরণ করেছে।

ভূপাতিত সামরিক ড্রোনসহ অন্যান্য উইং লুং-২  ড্রোন  মিসুরাতা এলাকায় তুর্কী সমর্থিত বাহিনীর উপর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে হামলার জন্য নিশানা খুঁজছিল এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। এই নতুন লেসার অস্ত্র  ছাড়াও তুরস্ক এ বাহিনীকে আরও ভারী অস্ত্রশস্ত্র যেমন সে দেশের তৈরী সামরিক ড্রোন, মিলিটারী উপদেষ্টা ও প্রশিক্ষক পাঠিয়ে সাহায্য করছে।

এরও আগেও অপর এক ঘটনায় তুরস্কের একটি সাঁজোয়া যান থেকে ছোঁড়া লেসার অস্ত্রের সাহায্যে শত্রুপক্ষের আর একটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়। সমরবিদরা বলছেন, বিশ্ব সামরিক অংগনে এ লেসার অস্ত্রের বাস্তব ব্যবহার শুরু হওয়ায় এটি একটি তাৎপর্য্যপূর্ণ ঘটনা।

লিবিয়ায় ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়িফ এরদোয়ান। অপরদিকে খলিফা হাফতারের বাহিনীকে অস্ত্রসহ নানাভাবে সমর্থন দিচ্ছে, সৌদি আরব, আরব আমিরাত, রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও মৌখিক সমর্থন রয়েছে।

 

এদিকে, তুরস্কের লেসার অস্ত্রের সক্ষমতায় পশ্চিমা বিশ্বের বহু দেশ ও  সামরিক বিশেষজ্ঞরা বিস্ময় ও উদ্বেগ  প্রকাশ

করেছেন।‘রিকগনিশন’ সামরিক বিষয়ক ম্যাগাজিনটি আরও লিখেছে, বিশ্বে দুই সামরিক পরাশক্তি দেশ  মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াকে ডিঙ্গিয়ে লেসার অস্ত্র প্রযুক্তিতে তুরস্ক যে এতদূর এগিয়েছে এটা রীতিমত অবাক করে দেয়ার ঘটনা। পত্রিকাটি লিখছে, তুরস্কের তৈরী লেসার অস্ত্রের মাধ্যমে কি ভবিষ্যতে তাহলে লেসার অস্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে। নিত্য নতুন এবং হাইটেক প্রযুক্তির অস্ত্র আবিষ্কারের ক্ষেত্রে তুরস্কের দিকে ইতিমধ্যেই সবার দৃষ্টি নিবন্ধিত। দেশটি হাইটেক অস্ত্র  ‘বেরাকতার টিবি-২’ ড্রোন, টি-১২৯ ‘এটাক’ হেলিকপ্টার ও টিএস ১৪০০ টার্বোশ্যাফট ইঞ্জিন, ভবিষ্যতের ষ্টীলথ জঙ্গী বিমানের মডেল টিএফ-এক্স

ইত্যাদি প্রযু্িক্ত উদ্ভাবনে সাম্প্রতিক সময়ে দৃষ্টি কেড়েছে সবার। ইসরাইল, গ্রীসসহ আঞ্চলিক অন্যান্য প্রতিপক্ষের মোকাবেলায় তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসিফ তায়িফ এরদোয়ান  এগিয়ে যেতে সংকল্পবদ্ধ। কয়েক মাস আগে গত ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত  ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইডেক্স আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে নিজেদের তৈরী  নতুন নতুন এসব হাইটেক অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছে তুরস্কের অস্ত্র নির্মাতা কোম্পানী ‘আসেলসান’, অটোকার, তুশাস, এফএনএসএস, রকেটসান, হাভেলসান, টিএআই, এসটিএমসহ কোম্পানীসমূহ।  একের পর এক নিত্য নতুন  হাইটেক অস্ত্রের ব্যবহার ও সক্ষমতা দেখিয়ে চলেছে তুর্কীরা।

২০১০ এর গোড়ার সময় থেকেই তুর্কিরা লেসার অস্ত্র নিয়ে কাজ করতে শুরু করে। এসময় তুরস্কের ‘সাবটাগ’ নামক কোম্পানি রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ‘তুবিতাক’ এর যৌথ সহায়তার ১.২৫ কিলোওয়াট থেকে ৫০ কিলোওয়াট ক্ষমতার লেসার পরীক্ষামূলক উৎপাদন করে প্রদর্শন করে। পরবর্তীকালে এটি সামরিক কাজে ব্যবহার করার বিষয়টি ত

খন গোপণ থেকে যায়।

 

‘আর্মি রিকগনিশন’  লিখছে, ২০১৫ সালে তুরস্কের অস্ত্র গবেষণা সংস্থা  ‘তুবিতাক’ ঘোষণা  দেয় সংস্থাটি লেসার অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন অস্ত্র উদ্ভাবন নিয়ে গবেষণার ক্ষেত্রে তুরস্ক  যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার মত ব্যয় করেনা। তবে লেসার অস্ত্র গবেষণায় তুরস্কের ন্যায় দেশ হঠাৎ বড় অংকের বাজেট শুধুমাত্র ২০১৫ সালেই ৪৫ কোটি মার্কি

ন ডলার অর্থ ব্যয় করেছে। এরপর দেশটির বড় অস্ত্র নির্মাতা কোম্পানীর মধ্যে ‘আসেলসান’ ২০১৮ সালের ৭ জুলাই জানায় যে, ঐ কোম্পানী একটি লেসার অস্ত্র তৈরীতে সফল হয়েছে যা দিয়ে ৫০০ মিটার দূরের মনূষ্যবিহীন ইউএভি ড্রোন এবং ২০০ মিটার দূরের সাঁজোয়া যান সহ ভারী লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। পরে ঐ লেসার অস্ত্র অটোকার এর ‘কোবরা’ সাঁজোয়া যানে

সজ্জিত

করা হয় এবং ঐ লেসার অস্ত্রের সাথে গাইডেন্স সিস্টেমস সংযুক্ত করা হয় যা দিয়ে লেসার অস্ত্রটি যতক্ষণ না পর্যন্ত সেটি ধ্বংস হচ্ছে ততক্ষণ লক্ষ্যবস্তুতে স্থির ধরে রাখা যাবে।

তুর্কী সামরিক অস্ত্র নির্মাতা কোম্পানী ‘আসেলসান’ ও ‘অটোকার’ এর লেসার অস্ত্রের বিভিন্নমুখী ব্যবহার আবিষ্কার উন্নত বিশ্বের বিশেষ করে পশ্চিমা অস্ত্র রফতানিকারক প্রথম সারির দেশসমূহ আঁতকে উঠেছে। সাঁজোয়া যানে মোতায়েনযোগ্য লেসার অস্ত্র যা কিনা এখনও রাশিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেও দেখেনি তৈরীও করেনি সেটি বাস্তবে করে দেখাল তুরস্ক। শোনা যাচ্ছে, তুরস্ক স্প্রিং শ্রেণীর বিমানবাহী জাহাজ তৈরী করতে সচেষ্ট।  হয়তবা রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নিয়ে। সামরিক বিশ্লেষকরা বলছেন, তুরস্ক হাইটেক অস্ত্র প্রযুক্তিতে বিশ্বে নিজেদের স্থান ক্রমেই মজবুত করছে। শোনা যাচ্ছে, দেশটি মার্কিন এফ-৩৫ ষ্টীলথ বিমান না দেয়ার বিকল্প নিজেদের তৈরী ৫ম জেনারেশনের টিএফ-এক্স ষ্টীলথ জঙ্গী বোমারু বিমান আগামী দিনগুলিতে হয়তবা  বাস্তবে বানিয়ে দেখাবে এতেও বিস্মিত হবার কিছু থাকবেনা। ##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.