--- বিজ্ঞাপন ---

ট্রুডো-মেলানিয়ার আবেগী চুম্বন, ‘ক্ষেপেছেন’ ট্রাম্প

0

ফ্রান্সে চলছে জি ৭ সম্মেলন। এই সম্মেনলে যোগ দিয়েছেন নানা দেশের প্রতিনিধিরা। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া। বিশেষত বুড়ো স্বামীর পাশে দাঁড়িয়ে সমবয়সী জাস্টিন ট্রুডোকে আবেগী ‘চুমু’ দিয়ে আলোচনায় ট্রাম্প-স্ত্রী। ঘটনার ভিডিও বিশ্লেষণ করে এক শরীরী ভাষাবিদ বলেছেন, মেলানিয়া কানাডীয় প্রধানমন্ত্রীকে চুমু দেয়ার সময় ‘ক্ষিপ্ত’ ছিলেন ট্রাম্প। সম্মেলনের পর বেশ কিছু ছবি এসেছে প্রকাশ্যে।ফটোগ্রাফাররাও বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতি খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় জাস্টিন ট্রুডো ও মেলানিয়ার আবেগঘন ছবিটি। এ ব্যাপারে মার্কিন শরীরী বা অবাচনিক ভাষা বিশেষজ্ঞ প্যাটি উড বলেন, ‘ট্রাম্পের চিবুকটি কীভাবে আছে দেখুন, তিনি নীচে তাকিয়ে আছেন। ঠোঁট দেখুন, আপনি দেখতে পাবেন সেটি বন্ধ। আপনি যদি চোখের চারপাশে সন্ধান করেন তবে দেখবেন ভ্রুগুলো কুচকে আছে এবং যা রাগের বহিঃপ্রকাশ।’’ যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস অনলাইনের খবরে বলা হয়, জি-৭ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ট্রুডো ও প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে ফার্স্ট লেডি মেলানিয়া ফ্রান্সে অবস্থান করছেন। রোববার মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় ট্রুডোর। সাক্ষাৎকালে দুজনের কুশল বিনিময়ের সময় ওই ছবি তোলা হয়। এ সময় মেলানিয়ার পাশেই ছিলেন ট্রাম্প। স্ত্রীর হাত ধরে ছিলেন তিনি। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জি-৭ সম্মেলনে ট্রাম্পও কম যাননি। ছবিতে দেখা যাচ্ছে, কখনও তিনি চুমু ছুঁড়ে দিচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দিকে, আবার কখনও চোখ টিপছেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.