--- বিজ্ঞাপন ---

চিকিৎসা করতে হলো পুতুলের পায়ের, বন্ধুত্ব তো এমনই

0

১১ মাস বয়সী ছোট্ট জিকরা মালিক। ভারতের দিল্লিতে মা–বাবার সঙ্গে একটু একটু করে বড় হচ্ছে। এই বয়সেই তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছে পরি। দিনভর ঘরময় ছোটাছুটি করে বেড়ায় জিকরা। জিকরার ছোটাছুটিতে সব সময়ের সঙ্গী তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের পরি। একমুহূর্তের জন্যও পরিকে নিজের কাছ থেকে দূরে সরতে দেয় না জিকরা। এমনকি হাসপাতালের বিছানাতেও প্রিয় পুতুল পরিকে ছাড়তে রাজি নয় সে। শুধু তা-ই নয়, জিকরার ভাঙা পায়ে প্লাস্টার করতে তার পুতুল পরির পাও প্লাস্টার করতে হয়েছে দিল্লির লোক নায়ক হাসপাতালের ডাক্তারদের! ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ১৭ আগস্ট বিছানা থেকে পড়ে জিকরার পা ভেঙে যায়। হাসপাতালে নিয়ে এলে কিছুতেই তার পায়ে ব্যান্ডেজ করতে পারছিলেন না সেখানকার ডাক্তাররা। অগত্যা এমন বাচ্চাদের ভাঙা পায়ের চিকিৎসার বিশেষ উপায় ‘গ্যাল্লোস ট্র্যাকশন’–এর সিদ্ধান্ত নেন ডাক্তাররা। কিন্তু এতেও কাজ হচ্ছিল না। উপায় না দেখে জিকরার বাবা-মা পরিকে হাসপাতালে নিয়ে আসার কথা ভাবেন।
যেমন ভাবনা তেমন কাজ। হাসপাতালে আনার পর পরির পা দুটি ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা হয়। জিকরাকে বোঝানোর চেষ্টা করা হয়, ‘দেখো পরির পা এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।’ আর এতেই কাজ হয়! এরপর চিকিৎসা নিতে কোনো ঝামেলাই করেনি জিকরা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.