--- বিজ্ঞাপন ---

কাশ্মির ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান

0

ভারতের কাশ্মির ইস্যুতে শেষপর্যন্ত বাংলাদেশের সাথে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি মঙ্গলবার ফোন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় , ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান।

আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে কাশ্মিরের বর্তমান অবস্থা অবহিত করেন। কাশ্মির সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Latest Press Releases/Speeches

 

Foreign Minister’s Telephonic Call with Foreign Minister of Bangladesh

(2019-09-03) Foreign Minister Makhdoom Shah Mehmood Qureshi held a telephonic conversation with Foreign Minister of Bangladesh Dr. A. K. Abdul Momen today to discuss the current situation in the IOK.

The Foreign Minister apprised his Bangladeshi counterpart of the illegal and unilateral actions of India to alter the disputed status of Jammu and Kashmir, which was in contravention of the international law and UNSC resolutions.

The Foreign Minister highlighted continuously deteriorating human rights and humanitarian situation in the Indian Occupied Jammu and Kashmir, including severe shortage of food and lifesaving medicines, communications blackout and complete lock-down for the last 30 days.

He underlined that the steps taken by India in the Occupied Jammu and Kashmir entailed grave risk for peace and security in the region.

The Bangladeshi Foreign Minister emphasized the importance of resolving disputes through dialogue and discussions. The two ministers agreed to remain in contact.

Islamabad
03 September, 2019

 

বিভিন্ন রাষ্ট্রের সাথে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। বাংলাদেশও তার অংশ। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

মাসজুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মাখদুম শাহ উল্লেখ করেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।##

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.