--- বিজ্ঞাপন ---

বোল্টনকে সরিয়ে দিলেন ট্রাম্প

0

আফগানিস্তান, ইরানসহ বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বল্টনের ইস্তফার খবর জানিয়ে ট্রাম্প মঙ্গলবার টুইটারে লেখেন, ‘গত রাতে আমি জন বল্টনকে বলেছি যে, তাকে আর হোয়াইট হাউজে প্রয়োজন নেই। প্রশাসনের অনেকের মতো আমিও বল্টনের অনেক পরামর্শে তীব্র আপত্তি জানিয়েছি। সে কারণে আমি নিজেই জনকে ইস্তফা দিতে বলি। জন সেইমতো সকালেই পদত্যাগ করেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার পোস্ট আরও লিখেছেন, ‘তার সেবার জন্য আমি জন বোল্টনকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করবো।’

প্রসঙ্গত, এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে জন বোল্টনকে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে কৌতুক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একবার হোয়াইট হাউসে বলেছিলেন, ‘এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।’

##KI

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.