--- বিজ্ঞাপন ---

জীবন বাঁচাতে দারোয়ানের চাকরি করছেন চিত্র পরিচালক!

0

৬২ বছরের সুব্রতরঞ্জন দত্তকে ভারতের কলকাতায় টলিউড পাড়ার অনেকেই চেনেন। ঋত্বিক ঘটকের কাছে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে শিক্ষানবীশ হিসেবে কাজ শুরু করা সুব্রত আটের দশকে বহু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এমনকি মুম্বাইয়ে শশধর মুখোপাধ্যায়ের প্রোডাকশন হাউসেও কাজ করেছেন তিনি। তা সত্ত্বেও হাতে কাজ না থাকায় নিরাপত্তাকর্মীর চাকরি করছেন ওই চিত্র পরিচালক। একজন চিত্র পরিচালকের দিন কাটবে নিরাপত্তারক্ষীর কাজ করে— তা মানতে পারেন না অনেকেই। কলকাতা শহরের ভিআইপি রোডের একটি আবাসনে ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেই সময় চলে যায়। তা সত্ত্বেও নতুন কাজের আশায় সারারাত ডিউটির পরেও সকালে ছোটেন টলিপাড়ায়। ফিরে এসে আবারও আবাসনের গেটের সামনে রাত পাহারার কাজে যোগ দেন পলতার বাসিন্দা সুব্রত। স্থানীয় সংবাদ মাধ্যমকে সুব্রতরঞ্জন দত্ত জানান, ‘স্ত্রী, মেয়েকে নিয়ে সংসার। চলতে তো হবেই। বেশ কয়েক বছর বসে রয়েছি। শেষে সাড়ে ছয় হাজার টাকায় এই কাজেই ঢুকে গেলাম। কোনও কাজই ছোট নয়। এর মধ্যেই সময় পেলেই নতুন চিত্রনাট্যের খসড়া তৈরি করার চেষ্টা করি এখনও। তবে সময় বার করাটাই কঠিন।’ আশির দশকে বলিউডে চিত্র পরিচালক শঙ্কর ভট্টাচার্যের সঙ্গে সহকারী পরিচালকের কাজের সুযোগ পান সুব্রতরঞ্জন দত্ত। ৯০’র দশকে মুম্বাই থেকে কলকাতায় ফেরার পরে সহকারী পরিচালক থেকে পরিচালক হতেই কেটে যায় দেড় দশক। প্রথম ছবি ‘প্রবাহিণী’ ছবি মুক্তি পায় ২০১৬ সালে।’ তবে হাল ছাড়েননি সুব্রত। তার কথায়, ‘জীবন সিনেমার চিত্রনাট্যের মতোই গতিশীল। ভাল কাজের সুযোগ নিশ্চয়ই পাব। চেষ্টা তো চালাতেই হবে।’

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.