--- বিজ্ঞাপন ---

নীরব ঘাতক এসএফসিক্স গ্যাস

0

ইলেকট্রনিক যন্ত্রাংশ প্রস্তুতকরণ শিল্পে সালফার হেক্সাফ্লুরাইড বা এসএফসিক্সের ব্যাপক ব্যবহার হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট, অগ্নিকাণ্ডসহ বৈদ্যুতিক বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে এটি। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। তবে স্বল্পপরিচিত এই গ্যাসের নিঃসরণের হার সাম্প্রতিক বছরগুলোয় অনেক বেশি বেড়ে গেছে। কেবল ২০১৭ সালেই ইউরোপ মহাদেশে এই গ্যাসের যে পরিমাণ নিঃসরণ হয়েছে, তা বিশ্বজুড়ে সড়কে অতিরিক্ত আরও ১৩ লাখ গাড়ি নামালে যতটা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হতো, তার সমান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সস্তা ও অদাহ্য এসএফসিক্স গ্যাস বর্ণ ও গন্ধহীন। মাঝারি ও উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক স্থাপনায় এটি কার্যকর অন্তরক উপকরণ হিসেবে ব্যবহার হয়। বিজ্ঞানীরা বলছেন, কার্বন ডাই–অক্সাইডের চেয়ে এসএফসিক্স গ্যাস ২৩ হাজার ৫০০ গুণ বেশি উষ্ণ। এই গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে অপেক্ষাকৃত বেশি সময় ধরে টিকেও থাকে। নিঃসরিত এসএফসিক্স গ্যাস অন্তত এক হাজার বছর ধরে পৃথিবীকে উষ্ণতর করে চলতে পারে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে এসএফসিক্সের নিঃসরণ হার কার্বন ডাই–অক্সাইডের তুলনায় খুব কম হলেও ২০৩০ সাল নাগাদ তা ৭৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই গ্যাসের মূল সমস্যা হলো, এটি বায়ুমণ্ডলে শোষিত বা প্রাকৃতিকভাবে এর উপাদান ভেঙে যায় না। এই সংকট মোকাবিলার একমাত্র উপায়, বায়ুমণ্ডল থেকে এসএফসিক্স অপসারণ। ইউরোপীয় কমিশন ২০১৪ সালে এসএফসিক্সসহ মানুষের প্রস্তুতকৃত ক্ষতিকর কিছু গ্যাস (এফ–গ্যাস নামে পরিচিত) নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। কিন্তু ইউরোপজুড়ে ইলেকট্রনিক সরঞ্জাম প্রস্তুত ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর প্রবল বিরোধিতার মুখে সে উদ্যোগ সফল হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসএফসিক্স বায়ুমণ্ডলে মিশছে মূলত অন্তরক পদার্থের ফাটল বা ছিদ্রের মাধ্যমে নিঃসরিত হয়ে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.