সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভারতের তাজমহল। সারা বছর তাজমহলে পর্যটকদের ভিড় লেগেই থাকে। পর্যটকদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় ভারত সরকারকে। পর্যটকদের চাপ সামলাতে এবার রাতের বেলাও তাজমহল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে নিয়ম করা হয়েছে—শুধু পূর্ণিমা রাতেই খোলা রাখা হবে তাজমহল। পূর্ণিমা রাতে তাজমহল খোলা রাখার নিয়ম চালু হওয়ার পর পর্যটকদের সামনে সুযোগ এসেছে জোছনা ভেজা পূর্ণিমা রাতে ঝিরিঝিরি দক্ষিণা বাতাসে তাজমহলের সৌন্দর্য উপভোগের। বর্তমানে শুক্রবার বাদে প্রতিদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে তাজমহল। কিন্তু পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ায় নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে পূর্ণিমা রাতগুলোতেও খোলা রাখা হবে তাজমহল। তবে রমজান মাসে রাতের বেলায় তাজমহল আগের মতোই বন্ধ থাকবে। এই হিসাবে প্রতি মাসে গড়ে পাঁচ রাতে পর্যটকরা তাজমহলের সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন। আর রাতের বেলায় পূর্ণিমার আলোতে তাজমহল ভ্রমণ করতে হলে আগে থেকেই আগ্রার প্রত্নতাত্ত্বিক বিভাগের নির্দিষ্ট নম্বরে ফোন করে বুকিং করতে হবে। সিএনএন-এর খবরে বলা হয়েছে, প্রতি বছর তাজমহলে ৭০-৮০ লাখ ভ্রমণপিপাসু ভিড় করে। দিনে দিনে এর দর্শনার্থীর সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমীরা এই স্থাপনা দেখতে ভারতে আসেন। নতুন নিয়ম চালু হলে একাধারে পর্যটকের ভিড় সামলানোর পাশাপাশি রাতের তাজমহলের ভিন্ন এক রূপ দেখার সুযোগ তৈরি হবে পর্যটকদের; যা কি না ভারতের পর্যটন খাতে নতুন এক মাত্রা যোগ করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তাজমহলে পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল এর আগেও নতুন নিয়ম চালু করা হয়েছিল। ২০১৮ সালে ভারতীয়দের জন্য তাজমহল দর্শনে টিকিটের মূল্য ৫০ রুপি থেকে ২৫০ রুপি করা হয়। বিদেশি পর্যটকদের জন্য ১১০০ রুপির সঙ্গে আরো ২০০ রুপি অতিরিক্ত ফি আরোপ করা হয়। তাজমহল ঘুরে দেখার জন্য নির্দিষ্ট তিন ঘণ্টার সময়সীমাও নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ।