--- বিজ্ঞাপন ---

ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজ

0

জলপথে নজরদারির চেষ্টা চিনের? দক্ষিণ ভারত মহাসাগরে চিনা যুদ্ধজাহাজের অস্তিত্ব টের পাওয়া গেছে। ভারতীয় নৌসেনার নজরদারি বিমান পি-৮আই-র ক্যামেরায় ধরা পড়েছে  চীনের যুদ্ধ জাহাজ শিয়ান ৩২-এর ছবি। যদিও পরে দক্ষিণ ভারত মহাসাগর থেকে শ্রীলঙ্কার জলসীমানায় ঢুকে পড়ে চিনা জাহাজটি।

The P-8I tracked another Chinese frigate that is part of its anti piracy escort task force deployed in Gulf of Aden to provide security to Chinese merchant vessels from Somali sea pirates.Pic taken when the frigate was passing through Indian Ocean.(Pic source:Indian Navy sources)

 

এছাড়াও ভারত মহাসাগরে একটি চিনা রণতরী দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় নৌ-সেনা সূত্র। তবে ওই রণতরী সাধারণত এডেন উপসাগরে মালবাহী জাহাজকে নিরাপত্তা দিতেই ব্যবহার করা হয় বলে খবর। সংবাদসংস্থা ANI জানিয়েছে, ‘রণতরী ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময়ই ছবি তোলা হয়।’

Indian Navy’sP-8I spy planes successfully track Chinese amphibious warship Xian-32 in Southern Indian Ocean Region. Pics of Landing Paltrorm Dock Xian 32 clicked by P-8I surveillance aircraft in 1st half of Sept before it entered Sri Lankan waters.(Pic source:Indian Navy sources)

প্রসঙ্গত, চিন আগে কখনও নিজেদের জলসীমার বাইরে বিশেষ যুদ্ধজাহাজ পাঠাত না। তবে ২০০৮-এ এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের দৌরাত্ম্যের জেরে চিনের নৌবাহিনীও সেখানে যাতায়াত শুরু করে। কারণ, চিনের জ্বালানির ৭৫% এই অঞ্চল দিয়েই পার হয়।

ভারতীয় জলসীমার কাছে এভাবে যুদ্ধজাহাজ টহলের ঘটনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলতি বছরে প্রতি তিন মাস অন্তর বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নজরদারি চালাতে দেখা গিয়েছে চীনের নৌবাহিনীকে। ফেব্রুয়ারিতেই আন্দামান ও নিকোবর দ্বীপের মাঝ দিয়ে দক্ষিণ চীন সাগরের হাইনান নৌঘাঁটিতে পৌঁছেছিল তিনটি চীনা যুদ্ধজাহাজ।ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের খুব কাছে এত ঘন ঘন চীনের নৌবাহিনীর আগমনে ব্যাপক চিন্তায় রয়েছে নয়াদিল্লি। (সূত্রঃ এই সময়)

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.