--- বিজ্ঞাপন ---

ট্রাম্প-মোদী-ইমরান বৈঠক দক্ষিণ এশিয়ার  ১৫০ কোটি মানুষের দৃষ্টি সেদিকে

0

আন্তর্জাতিক ডেস্ক, ( ২২ সেপ্টেম্বর, ২০১৯ ইং): দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদ্বয় মার্কিন যুক্তরাষ্ট্রে  চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন।  সেখানে সপ্তাহব্যাপী  বিভিন্ন সফরসূচীতে যোগ দেবেন। তবে বিশ্ববাসীর দৃষ্টি কাশ্মীর প্রশ্নে দুদেশের মধ্যে চলমান উত্তেজনায় ট্রাম্পের সাথে বৈঠকের দিকে। ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের নেতৃবৃন্দকে ফোনে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তান দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্রাম্পের মধ্যস্থতার পক্ষে সায় দিলেও ভারতের প্রধানমন্ত্রী মোদি এতে রাজী হননি। মোদি কাশ্মীর প্রশ্নে বাইরের কোন দেশের মধ্যস্থতা মেনে নিতে নারাজ। তিনি এটাকে ভারতের আভ্যন্তরীন ব্যাপার মনে করে ১৯৭২ সালের সিমলা চুক্তির আলোকে  দুদেশের দ্বিপাক্ষিক বৈঠকেই এর সমাধান করতে হবে মত পোষন করেন।

এদিকে সংবাদ সংস্থার খবর মোতাবেক, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে  পৌঁছেছেন বলে জানা গেছে। সৌদি আরবে দুদিনব্যাপী সফর শেষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বিমানে চড়েই তিনি সেখানে পৌঁছেন বলে পাকিস্তানের ইংরেজী দৈনিক দি  পাকিস্তান টুডে জানিয়েছে। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাত ছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন। তবে পাকিস্তানের কোন সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইমরান খানের বৈঠকের দিন তারিখ এখনও জানায়নি।

এদিকে মার্কিন প্রশাসন সূত্রের বরাত দিয়ে ভারতের কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার জানিয়েছে, ইমরান খানের সাথে ট্রাম্পের বৈঠক হবে আগামী সোমবার। আর মোদীর সঙ্গে পরদিন মঙ্গলবার।

পত্রিকাটি জানায়, ওই সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিউইয়র্কে পৌঁছবেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে সাক্ষাতের জন্য সে দিনই ওহায়ো যাবেন তিনি। সোমবার জাতিসংঘের সাধারণ সভায় ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে  বক্তৃতা দেবেন ট্রাম্প। সোমবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত্ করবেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়াও, পোল্যান্ডের প্রেসিডেন্ট, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ট্রাম্প।

মঙ্গলবার জাতিসংঘের  সাধারণ সভায় বক্তৃতা দেবেন ট্রাম্প। তারপর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ওই দিনই নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক রয়েছে তাঁর।

আনন্দবাজার পত্রিকা আরও জানায়, আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হতে চলেছে ৭৪তম সাধারণ সভা। তাতে ফের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরবর্তী পর্যায়ে জাতিসংঘেন  ওই সভা ফের কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন কূটনীতিবিদরা। এমন পরিস্থিতিতে, তার আগেই দুদেশের দুই প্রধানের সঙ্গেই মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ ইঙ্গিত বহন করছে  বলে মনে করা হচ্ছে।

## শহীদ, ২২.০৯.২০১৯ ইং।

 

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.