--- বিজ্ঞাপন ---

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ৯ম বার সিআইপি মনোনীত

0

চট্টগ্রাম, ( ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ইং): বাংলাদেশ সরকার ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমকে ৯ম বারের মত  সিআইপি মনোনীত করেছে। দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক  ৯ম বারের মত আনুষ্ঠানিকভাবে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন (সিআইপি)-২০১৭ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি মনোনীত মোট ১৩৬ জন সিআইপি-দের সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করেন। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় যা তাঁর ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উল্লেখ্য, চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বর্তমানে সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই),  বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্ট (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এফবিসিসিআই’র পরিচালক এবং মালির ডেজিগনেটেড কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এম. আলম গ্রুপের স্বত্বাধিকারী এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ২০০৭-২০০৮ সালে চিটাগাং চেম্বারের সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে টানা চতুর্থবারের মত (২০১৩-১৮ ও ২০১৯-২০২১) সভাপতির দায়িত্ব পালন করছেন। চেম্বার সভাপতি ইতিপূর্বে ২০১৪ ও ২০১৬ সালে সিআইপি মনোনীত হয়েছিলেন। চট্টগ্রাম চেম্বার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।

## শহীদ, ২৬.০৯.২০১৯ ইং।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.