--- বিজ্ঞাপন ---

অকালে চলে গেলেন মানবতাবাদী সাংবাদিক হান্না ইউসুফ

0

অনেকটা হঠাৎ করে মারা গেলেন বিবিসি’র প্রতিভাবান তরুন সাংবাদিক হান্না ইউসুফ। তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। সোমালিয়ায় তার বাড়ি। মুসলমান নারীদের হয়ে তার কন্ঠস্বর ছিল জোরালো। মুসলিম নারীদের হিজাব ব্যবহারের পক্ষে অবস্থান তার সাহসি ভুমিকা সারা বিশ্বে নজর কাড়ে। সোমালি বংশম্ভুত হলেও হান্না ছিলেন বৃটিশ নাগরিক। পারিবারিক সুত্রে উল্লেখ করা হয়, হান্না হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হান্নার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিবিসিতে নেমে আসে শোকের ছায়া।  বিবিসির আগে হান্না দ্য গার্ডিয়ান, টাইম ইত্যাদি সংবাদমাধ্যমেও কাজ করেছেন।

সিটি ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর বিবিসিতে যুক্ত হন। সেখানে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করে আলোচনায় আসেন। হান্না ৬টি ভাষায় কথা বলতে পারতেন। বলতে পারতেন অনর্গল কথা। তার মৃত্যুতে শোকাগ্রস্ত অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। বিবিসি’র পরিচালক তার মৃত্যুতে উল্লেখ করেন.হান্নার হঠাৎ মৃত্যু আমার মন ভেঙ্গে দিয়েছে। এত অকালে হান্না আমাদের ছেড়ে চলে যাবেন তা কল্পনার বাইরে।’ বিবিসি ওর্য়াল্ড সার্ভিসের সাংবাদিক সোফিয়া বলেন, পৃথিবী একজন তরুন মেধাবীকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়। হান্নার ঘনিষ্ঠ বান্ধবী বিবিসি ওর্য়াল্ড সার্ভিসের সাংবাদিক মেগা মোহন উল্লেখ করেন, হান্না মৃত্যুতে পৃখিবীর বড় ক্ষতি হয়ে গেলো। তার মতো মানবিকগুন সম্পন্ন মানুষ খুব কম জম্মায়।’ তরুন বয়সে সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হান্না।  মানবতাবাদী এ সাংবাদিকের শূন্যতা পূরন হবে না বলেও অনেকে মন্তব্য করেন।##

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.