--- বিজ্ঞাপন ---

গ্লাক্সোর পর সানোফি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে ফেলছে

0

ডেস্ক নিউজ:চট্টগ্রামে ছিল আন্তর্জাতিক ওষুধ কোম্পানি গ্লাক্সো (বাংলাদেশ) লিমিটেড। গ্লাক্সোর ওষুধ মানে এক ধরনের নিশ্চয়তা। বাংলাদেশের মানুষ গ্লাক্সো কোম্পানির ওষুধকে খাটি বলে বিশ্বাস করতো। এ গ্লাক্সো হঠাৎ করে ঘোষনা দিয়েছিল তারা কোম্পানি সরিয়ে নেবে। বাংলাদেশে তারা ব্যবসা করবে না। শ্রমিকদের নায্য পাওনা দিয়ে গ্লাক্সো বিদায় নিল বাংলাদেশ থেকে। একই ভাবে চলছিল বিদেশী কোম্পানি সানোফি। বিশ্ব ব্যাপি তাদের কারখানা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধ প্রস্তুতকারক কোম্পানী সানোফিও বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। নানা সূত্রে বাংলাদেশের ব্যাপারে সানোফির পর্যবেক্ষনটি হলো, এ দেশের বিপণনব্যবস্থা অনৈতিক। ওষুধ কোম্পানিগুলোকে তাদের ওষুধ চালানোর জন্য ডাক্তারদের বড় অঙ্কের কমিশন ও উপহারসামগ্রী দিতে হয়।  তবেই শুধু তাঁরা রোগীদের ওই কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন। কিন্তু এ ধরনের মার্কেটিং সানোফির বৈশ্বিক নীতি অনুমোদন করে না। ডাক্তারদের ঘুষ দেয়া ছাড়া এই দেশে মার্কেটিং হয়না। তাই তারা বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।  ডাক্তারের চেম্বারে গিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানি বিপনন প্রতিনিধিদের লাইন ধরে দেখে এ অবস্থা টের পাওয়া যায়।  ডাক্তারকে উপহার দেয়ার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। প্রশ্ন এভাবে আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকবে।### ২.১০.১৯

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.