--- বিজ্ঞাপন ---

মঙ্গলে প্রাণের খোঁজ শুরু করেছে নাসা

0

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গল নিয়ে চলছে নানা গবেষণা। কেউ বলছে মঙ্গলে পানি আছে, আর কেউ বলছে পানি নেই। কেউ বলছে মঙ্গল বসবাসের যোগ্য, কারও মতে মঙ্গল বসবাসের অনুপযোগী। লাল গ্রহ মঙ্গলে পানির অস্তিত্বের অনুমানের সপক্ষে আবারও প্রমাণ নিয়ে হাজির মার্কিন মহাকাশ সংস্থা নাসা। তাদের মহাকাশযান ‘কিউরিওসিটি’র তোলা ছবি ও ভিডিওতে প্রায় ১৫০ কিলোমিটার চওড়া প্রাচীন এক হ্রদের প্রমাণ মিলেছে।

নাসার কিউরিওসিটি মিশনের প্রজেক্ট সায়েন্টিস্ট অশ্বিন ভাসাভাড়া বলেন, মঙ্গলের এই সুপ্রাচীন হ্রদটি সময়ের সঙ্গে বারবার শুকিয়ে যায়। তারপর আবার সেটি স্বচ্ছ পানিতে ভরে ওঠে। ক্রেটারের ওই এলাকা ছিল অত্যন্ত রুক্ষ। হ্রদটি ছিল সেখানে মরূদ্যানের মতো। হ্রদের লবণাক্ত পানি শুকিয়ে যাওয়ার পরই তৈরি হয়েছিল লবণের পাহাড়। আমাদের মাউন্ট এভারেস্টের মতোই মঙ্গলের গেইল ক্রেটার এলাকায় রয়েছে সুউচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট শার্প। (সুত্রঃ আনন্দবাজার)

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.