--- বিজ্ঞাপন ---

টাইফুনে লন্ডভন্ড জাপানের একাংশ, মারা গেলো ২৩ জন

0

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উপর দিয়ে বয়ে যাওয়া টাইফুনে লন্ডভন্ড হয়ে গেছে জাপানের বিশাল এলাকা। প্রশান্ত মহাসাগর থেকে উৎপত্তি হওয়া টাইফুন ‘হাগিবিস’ প্রবল বেগে শনিবার জাপানে আঘাত হানে। রবিবার পর্যন্ত এর তান্ডব চলে। জারি করা হয় লেভেল-৫ ক্যাটাগরির সতর্কবার্তা। শনিবার কয়েকঘন্টা ধরে তান্ডব চালানোর পর ভারী বর্ষণ শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। জাপানের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে।

জাপানের প্রধান দ্বীপ হনশুতে এটি প্রবল আঘাত হানে। জাপানের সরকারী সূত্র জানায়, প্রলয়ংকরী এ টাইফুন গত ৬০ বছরের রেকর্ড  ভেঙ্এগেছে।  টাইফুনে অন্তত ২৩ জনের মৃত্যু খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়াও প্রায় ১৬ জন নিখোঁজ রয়েছেন।

ঝড়ে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে রোববার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল। জাপানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টাইফুন হাগিবিস প্রচুর মেঘ বয়ে নিয়ে উপকূলে উঠে আসায় ভারি বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা রোববার সকালে সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আপাতত বৃষ্টিপাতের সর্বোচ্চ সর্তকর্তা লেবেল-৫ প্রত্যাহার করে নিচ্ছি। তবে টোকিও, গুন্মা, সায়তামা, কানাগাওয়া, ইয়ামানাশি, নাগানো, শিজুওয়াকা, নিগাতা ও ফুকুশিমা অঞ্চলের বন্যা সর্তকতা জারি করা হয়েছে। ভূমিধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।”
ঝড় ও বন্যার সঙ্গে লড়াইরত মানুষদের উদ্ধারে রোববার প্রায় ২৭ হাজার সেনা, পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার ফাইটারসহ অন্যান্য উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় রয়টার্স।

হাগিবিসের প্রভাবে ইতোমধ্যে জাপানের ৮ শতাধিক ফ্লাইট বাতিল এবং দ্রুতগামী বুলেট ট্রেনসহ প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। যদিও টোকিওর নারিতা এবং হানেদা বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ত্রিশ লাখ মানুষ শনিবার থেকে বিদ্যুৎবিহীন রয়েছে। প্রায় ষাট লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছেন।

প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, “এটা একটি ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ। ইতোমধ্যে কয়েক হাজার এসডিএফ সেনা উদ্ধার তৎপরতা শুরু করে দিয়েছে। আমরা জনগণকে জন্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি।” “টাইফুনের ব্যাপকতা কমে এলেও আমরা এখন বন্যার কবলে পড়েছি। সবাইকে সর্তকভাবে চলার অনুরোধ করছি।”
তিনি রোববার একটি জরুরি বৈঠক ডেকে আলোচনার পর দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছেন বলেও জানায় রয়টার্র্স।

“বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানীয় জলের অভাব এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে যাওয়ার পরও আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শুরুর সর্বোচ্চ চেষ্টা করেছি… আমরা জনগণকে ভূমিধস এবং অন্যান্য বিপর্যয় থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”নীয় কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে টোকিও সাগরে ১২ জন ক্রুসহ পানামানিয়ান নামের একটি কার্গো ডুবে যায়। রোববার সকালে তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও ৯ জন নিখোঁজ রয়েছেন।
টেলিভিশন ফুটেজে নাগানো প্রদেশে চিকুমা নদীর আশে-পাশে বাড়িঘর জলমগ্ন দেখা গেছে। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে।

প্রায় সোয়া চার লাখ বাড়িঘর অন্ধকারে ডুবে আছে। বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সচল হতে এক সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্মকর্তারা।শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে টাইফুন হাগিবিস টোকিওর দক্ষিণপশ্চিমে ইজু উপদ্বীপের উপকূল দিয়ে স্থলে উঠে আসে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘণ্টায় একটানা সর্বোচ্চ ২২৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাগিবিস হনশুর পূর্ব উপকূল ধরে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
রোববার ভোরের আগে টাইফুনটি জাপানের উত্তরপূর্ব উপকূলের দিকে সরে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার সন্ধ্যায় টাইফুন হাগিবিস ফের সাগরের উপর দিয়ে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

হাগিবিস ১৯৫৮ সালের পর থেকে টোকিওতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে বলে সতর্ক করেছিল জাপান সরকার। এর প্রভাবে বহু জায়গায় আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়া বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে।
ফিলিপিন্সের তাগালোগ ভাষার শব্দ ‘হাগিবিস’ মানে ‘গতি’। এই হাগিবিস শনিবার সন্ধ্যায় হনশুর উপকূল দিয়ে স্থলে উঠে আসার কিছুক্ষণ পর টোকিওতে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে রয়টার্স। ###১৩.১০.১৯

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.