--- বিজ্ঞাপন ---

সাতকানিয়া উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

0

ডেস্ক রিপোর্টঃ নানা অনিয়মের অভিযোগে সাতকানিয়া পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুল গাফফার চৌধুরী ভোট বর্জন করেছেন। সোমবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ৩ টার দিকে মির্জাখীল বাংলাবাজার আবদুল গাফফার চৌধুরী বাসায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আবদুল গাফফার চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাঁধা, পোলিং এজেন্ট ঢুকতে বাঁধা, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে তিনি ভোট বর্জন করেন।খোঁজ নিয়ে জানা গেছে, সাতকানিয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩শ ৮০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২শ ৮৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯৪ জন। ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১শ ২৫টি কেন্দ্রে ৭শ ১টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম দ্বারা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.