--- বিজ্ঞাপন ---

স্বাধীনতার পর পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রধান দেশগুলোর নাম কি?

0

স্বাধীনতার পর পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রধান দেশগুলো উইকিপিডিয়া অনুসারে নিম্নে দেয়া হলো..

স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে সংগঠিত দক্ষিণ এশিয়ার একটি বৈপ্লবিক স্বাধীনতা সংগ্রাম যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করে। স্বাধীনতা সংগ্রামটি ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে  পূর্ব পাকিস্তানের এর যুদ্ধটি নয় মাস স্থায়ী হয়েছিল। যুদ্ধটির মাধ্যমে বিশ্ব বিশাল এক নির্মমতার স্বাক্ষী হয় , প্রায় এক কোটি মানুষ দেশত্যাগে বাধ্য হন এবং প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন। ২৬শে মার্চ ১৯৭১ সালে যুদ্ধ ছড়িয়ে পড়ে, যখন পাক সেনা হানাদাররা বেসামরিক জনতা, শিক্ষার্থী, বুদ্ধিজীবী এবং সামরিক বাহিনীতে কর্মরত লোকজনের উপর অপারেশন সার্চলাইট নামের একটি সামরিক শক্তি প্রয়োগ করে নৃশংসতা চালায়, যারা পাকিস্তানী সামরিক জান্তাকে১৯৭০ সালের নির্বাচন মেনে নিতে দাবি জানায়, যেখানে পূর্বাঞ্চলীয় দল জয়ী হয়েছে, বা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা হিসেবে মেনে নিতে স্বীকৃতি জানায়।

বাঙ্গালী রাজনীতিবিদ এবং সেনাবাহিনীর অফিসার অপারেশন সার্চলাইটের জবাব হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বাঙ্গালী সামরিক বাহিনীর সদস্য, আধাসামরিক এবং সাধারণ জনতা মিলে মুক্তিবাহিনী গঠন করে, যারা পাকিস্তানী সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করে। পাকিস্তানী সেনাবাহিনী, ধর্মীয় মৌলবাদী লোকের (রাজাকার, আলবদর, আলশামশ ) মদদে, পর্যায়ক্রমিক গণহত্যা এবং বাঙ্গালী বেসামরিক নাগরিকদের উপর নৃশংসতায় ঝাঁপিয়ে পরে, বিশেষ করে জাতীয়তাবাদী, বুদ্ধিজীবী, তরুণ এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর। ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়।

ভারত ৩রা ডিসেম্বর ১৯৭১ সালে যুদ্ধে জড়িয়ে পরে, যখন পাকিস্তান ভারতের উত্তরাঞ্চলে বিমান আক্রমন চালায়। শেষপর্য ন্ত ১৬ই ডিসেম্বর, বাংলাদেশ এবং ভারতের মিত্রবাহিনী পাকিস্তানকে পরাজিত করে। স্বাধীন হয় বাংলাদেশ।

দেশ[২০] স্বীকৃতিদানের তারিখ
 ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১ [২১]
 ভারত ৬ ডিসেম্বর ১৯৭১
 পোল্যান্ড ১২ জানুয়ারি ১৯৭২
 বুলগেরিয়া ১২ জানুয়ারি ১৯৭২
 বার্মা ১৩ জানুয়ারি ১৯৭২
 নেপাল ১৬ জানুয়ারি ১৯৭২
 বার্বাডোস ২০ জানুয়ারি ১৯৭২
 যুগোস্লাভিয়া ২২ জানুয়ারি ১৯৭২
 টোঙ্গা ২৫ জানুয়ারি ১৯৭২
১০  সোভিয়েত ইউনিয়ন ২৬ জানুয়ারি ১৯৭২
১১  চেকোস্লোভাকিয়া ২৬ জানুয়ারি ১৯৭২
১২  সাইপ্রাস ২৬ জানুয়ারি ১৯৭২
১৩  হাঙ্গেরি ২৬ জানুয়ারি ১৯৭২
১৪  অস্ট্রেলিয়া ২৬ জানুয়ারি ১৯৭২
১৫  ফিজি ২৬ জানুয়ারি ১৯৭২
১৬  নিউজিল্যান্ড ২৬ জানুয়ারি ১৯৭২
১৭  সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২
১৮  যুক্তরাজ্য ৪ ফেব্রুয়ারী ১৯৭২
১৯  পশ্চিম জার্মানি ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২০  ফিনল্যান্ড ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২১  ডেনমার্ক ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২২  সুইডেন ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২৩  নরওয়ে ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২৪  আইসল্যান্ড ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২৫  ইসরায়েল ৪ ফেব্রুয়ারী ১৯৭২
২৬  জাপান ৮ ফেব্রুয়ারী ১৯৭২
২৭  লুক্সেমবুর্গ ১১ ফেব্রুয়ারী ১৯৭২
২৮  নেদারল্যান্ডস ১১ ফেব্রুয়ারী ১৯৭২
২৯  বেলজিয়াম ১১ ফেব্রুয়ারী ১৯৭২
৩০  আয়ারল্যান্ড ১১ ফেব্রুয়ারী ১৯৭২
৩১  ইতালি ১২ ফেব্রুয়ারী ১৯৭২
৩২  ফ্রান্স ১৪ ফেব্রুয়ারী ১৯৭২
৩৩  কানাডা ১৪ ফেব্রুয়ারী ১৯৭২
৩৪  সিঙ্গাপুর ১৬ ফেব্রুয়ারী ১৯৭২
৩৫  মরিশাস ২০ ফেব্রুয়ারী ১৯৭২
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.