--- বিজ্ঞাপন ---

ইয়েমেনে হুতিদের হামলায় ৬০ সেনা নিহত

0

ইয়েমেনের মারিব শহরে এক সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় অন্তত ৬০ সেনা নিহত হয়। শনিবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বলে সৌদি মিডিয়া বলেছে।

স্টকহোমে ২০১৮ সালে হুথি ও ইয়েমেন সরকারের মধ্যে শান্তি চুক্তি হলেও সম্প্রতি হুথিদের হামলা ফের বেড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জনে সেনা আহত হয়। ওই সামরিক প্রশিক্ষণ ক্যাম্পটি আরব জোটের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে। মারিবের সামরিক হাসপাতাল থেকে আহতদের চিকিৎসার জন্য রক্ত দেয়ার আবেদন জানানো হয়েছে।

তবে হামলার ব্যাপারে আরব জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয় নি। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি হবে আরব জোটের জন্য সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইয়েমেনের হাসপাতালে সূত্রগুলো বলছে, হামলায় অন্তত ৪৫ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.