--- বিজ্ঞাপন ---

জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটারেস তিন দিনের পাকিস্তান সফরে

0

আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের পাকিস্তান সফরে বেরিয়ে জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটারেস যুদ্ধ বিধ্বস্থ আফগানিস্তানের শরনার্থীদেরকে আশ্রয় দেয়ার আহবান জানিয়েন বিভিন্ন রাষ্ট্রের প্রতি। অপরদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে  একে অপরকে লক্ষ্য করে সামরিক ও মৌখিক হুমকি  কমিয়ে আনার উপর গুরুত্বারোপ  করেছেন তিনি । পাকিস্তানের ডন ও ভয়েস অব আমেরিকা রোববার এ খবর দেয়।

ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীর সাথে গুটারেস

 

তিন দিনের  সফরে রোববার পাকিস্তানে পৌঁছে  জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটারেস যুদ্ধ বিধ্বস্থ আফগানিস্তানের শরনার্থীদেরকে আশ্রয় দেয়ার আহবান জানিয়েন বিভিন্ন রাষ্ট্রের প্রতি।

ইসলামাবাদে গুটারেস পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তান ও ইরান কর্তৃক আফগান শরনার্থীদের আশ্রয় দেবার ৪০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গুটারেস সোমবার ইসলামাবাদে এক বিশেষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন।

জাতিসংঘের তথ্য আনুসারে ৪.৬ মিলিয়ন বা ৪৬ লক্ষ্য আফগান শরনার্থী এখনো আফগানিস্তানের বাইরে বসবাস করছেন। এর মধ্যে ৯০ শতাংশকে আশ্রয় দিয়েছে পাকিস্তান ও ইরান।

## শহীদ, ১৭.০২.২০২০ ইং।

 

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.