--- বিজ্ঞাপন ---

সিরিয়া নিয়ে রাশিয়া জার্মানি ফ্রান্সের সাথে বৈঠক করবে তুরস্ক

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে শিগগিরই রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও তুরস্কের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সর্বশেষ মস্কো সমর্থিত সরকারি বাহিনী ইদলিবে হামলা শুরু করলে প্রায় ১০ লাখ মানুষ নতুন করে উদ্বাস্তু হয়ে পড়ে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইদলিবে সিরিয়ান বাহিনীর হামলায় তুর্কি সেনা নিহত হওয়ার খবর জানালে এরদোগান এ ঘোষণা দেন। এনিয়ে গত একমাসে ১৬ তুর্কি সৈন্য নিহতের ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট এরদোগান শনিবার বলেছেন, তিনি আগামী ৫ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকে বসবেন।

শুক্রবার ম্যাক্রন এবং মার্কেল ইদলিবের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সংঘাতের অবসান ঘটাতে বলেছেন। অন্যদিকে ক্রেমলিন বলেছে, তারা চতুর্পক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
এরদোগান শুক্রবার পুতিনকে ফোনে বলেছেন, তারা ২০১৮ সালের স্বাক্ষরিত সোচি চুক্তিতে ফিরে আসবে, যাতে তুরস্ককে ইদলিব জুড়ে সামরিক চৌকি স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। #আলজাজিরা

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.