--- বিজ্ঞাপন ---

কোভিট-১৯ রোধে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের জীবাণু নাশক কার্যক্রম

0

আজ ১৮ই মার্চ ২০২০ বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের আওতায় পরিচালিত যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ৫ জনের একটি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টদের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যালয়, মালামাল সংরক্ষণাগার, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের দপ্তর, জেমিসন মাতৃসদন হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাসপাতালের ফার্মেসী, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, ভ্রাম্যমান রক্ত সংগ্রহের বাস, হাসপাতালের এ্যাম্বুলেন্স, হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত সিএনজি টেক্সীসহ ব্যক্তিগত পরিবহনে জীবাণু নাশক স্প্রে করা হয়। 

সম্প্রতি করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট পরিচালিত চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স বিতরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের নির্দেশনা মোতাবেক যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ৩০০ জন স্বেচ্ছাসেবক যে কোন অস্বাভাবিক পরিস্থিতিতে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.