--- বিজ্ঞাপন ---

আজ ৫০তম স্বাধীনতা দিবস

0

আজ বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৩০ লাখ মানুষের প্রাণ এবং ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবের কারণে এ বছর স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বাতিল করেছে সরকার।

স্বাধীনতা দিবসের পৃথক বাণীতে দেশ-বিদেশে থাকা সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.