--- বিজ্ঞাপন ---

নিউজিল্যান্ডের ৫১ মুসল্লী হত্যার দায় স্বীকার করেছে খুনি ব্রেন্টন

0

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যার ঘটনার এক বছরেরও বেশি সময় পর সব অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত আসামি ব্রেন্টন ট্যারান্ট (২৯)। গত বছরের ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে অবস্থানরত মুসল্লিদের ওপর বন্দুক নিয়ে আকস্মিক এ হামলা চালায় ব্রেন্টন। নির্বচারে গুলি করে হত্যা করা হয় ৫১ জনকে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ৫১ জনকে হত্যার পাশাপাশি আরও ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল ট্যারান্টের বিরুদ্ধে, যার সবগুলোই স্বীকার করেছেন তিনি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বর্তমানে লকডাউন রয়েছে নিউজিল্যান্ড। তাই বৃহস্পতিবার আদালতে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে ক্রাইস্টচার্চের আদালতে ব্রেন্টন তার দোষ স্বীকার করেন। যদিও এর আগে সব অভিযোগই অস্বীকার করেছিল এ হামলাকারী।

হামলাকারী ব্রেন্টন ও তার আইনজীবীরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এ শুনানিতে অংশ নেন। ব্রেন্টনের বিরুদ্ধে আনা ৯২টি অভিযোগের শাস্তি ঘোষণা না হওয়া পর্যন্ত কারাগারেই থাকবেন ব্রেন্টন। সূত্র : ইউএনবি

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.