--- বিজ্ঞাপন ---

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ ডা:আবদুল করিম

0
সারাবিশ্বে ছোবল দিয়েছে ঘাতক করোনা ভাইরাস। প্রতিষেধকহীন এ ভাইরাসের আতংকে থমকে গেছে জনজীবন, স্থবির হয়ে পড়ছে ব্যবসা বানিজ্য। কোভিড-১৯ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান লক ডাউন থাকায় ও ব্যবসায় ক্ষতি হওয়ায় বন্দরনগরী চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে দুটি মার্কেটের এক মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ ডা:আবদুল করিম।
এই ধরনের মহতি উদ্যোগকে  ব্যবসায়ীরা সবাই স্বাগত জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন  ভাড়াটিয়া ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারলাম
কাদের বলেন,  দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। গত ১০ দিন ধরে করোনা আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান লক ডাউন থাকায়
 ব্যবসায় ক্ষতি হয়েছে। এ সংকটের সময় দোকান মালিক আমাদের এক মাসের ভাড়া মওকুফ করে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি সকল দোকান মালিক ও বাড়িওয়ালা প্রতি আহ্বান জানাচ্ছি এ দুর্যোগকালীন সময়ে ব্যবসায়ীদের ও ভাড়াটিয়াদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য। যেমনটা করেছেন আমাদের দোকানের মালিক অধ্যক্ষ ডা. আব্দুল করিম সাহেব।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.