--- বিজ্ঞাপন ---

পতেঙ্গায় মধ্যবিত্ত পরিবারের খাদ্য সংকট নিরসনে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

0

করোনা ভাইরাস সংক্রামণে সৃষ্টির হওয়ার প্রার্দুভাব রোধে মানুষ অবস্থান করছে ঘরে। সে কোভিড ১৯ প্রতিরোধে মাঠে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। তার অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম এর নির্দেশনায় জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান ও সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার এর তত্ত্বাবধাণে পতেঙ্গা থানার ষ্টীল মিল বাজারে হোসেন আহম্মদ পাড়া, মোঃ এবাদউল্লা গল্লিতে জরিপের ভিত্তিতে মধ্যবিত্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ঘরে ঘরে গিয়ে উপহার সরূপ ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিনিয়র যুব সদস্য জৌতিময় ধর, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান তানভীর আহমেদ মাহিন, মো. মফিজুর রহমান মাহফুজ, দপ্তর বিভাগীয় উপ প্রধান মোঃ নিজাম উদ্দিন, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান শুভ চক্রবর্ত্তী প্রমুখ। উপহার সমূহের মধ্যে চাল, আলু, মসুর ডাল, পেঁয়াজ, লবণ, তেল, চিড়া, প্রতি প্যাকেটে প্রায় ২০ কেজি সামগ্রী ছিল।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো, চট্টগ্রাম জেলা কারাগারের প্রবেশপথে ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা ও জীবাণুনাশক স্প্রে ছিটানো, যুব স্বেচ্ছাসেবক ও তাদের পরিবারের সদস্যদের সু-চিকিৎসা নিশ্চিত করা যায় তার জন্য যে সকল যুব সদস্য ডাক্তার রয়েছে তাদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসকল ডাক্তার ২৪ ঘণ্টা মোবাইল ফোনের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা প্রদান করা, যুব রেড ক্রিসেন্ট কার্যালয় প্রবেশপথে বেসিন স্থাপনের মাধ্যমে হাত ধোয়া নিশ্চত করণ, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সামাজিক দূরত্বে বৃত্ত অঙ্কন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.