--- বিজ্ঞাপন ---

পুলিশদের মাঝে ইফতার ও শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ত্রাণ বিতরণ

0

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনায় সারা দেশে করোনা ভাইরাস এর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পথে পথে নিরবিচ্ছিন্নভাবে টহল দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কর্মব্যস্থ সময় পার করেন এবং দায়িত্ব পালন করত গিয়ে সময় মত ইফতার করার সময় নেই তাদের। রমজান মাসম্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ২৮ এপ্রিল মঙ্গলবার কোতোয়ালী থানার সে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে উপহার স্বরূপ ইফতার সমূহ কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএমকে হস্তান্তর করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা।

অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও মজুরি কার্যক্রম বন্ধ আছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনে এনে দিনে খাওয়া এমন মানুষগুলো। মানবতার চরম দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম মহানগরীর মিয়াখান নগর, সুগন্ধা, কালামিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তৈল, সুজি, লবণ ও চিনি ছিল।

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান এর আর্থিক সহযোগীতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সিনিয়র যুব সদস্য জৌতির্ময় ধর সহ অন্যান্য যুব সদস্যরা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.