--- বিজ্ঞাপন ---

পাকিস্তানের বিমান বাহিনীর ইতিহাসে প্রথম হিন্দু পাইলট নিয়োগ দিল ইমরান খান

0

মোহাম্মদ শহীদুল ইসলাম : পাকিস্তানের ইমরান খান সরকার সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্যদের দেশের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেছে। দেশটির ইংরেজী দৈনিক ডেইলী পাকিস্তান ৪ মে সোমবার  ‘পাকিস্তান গেট ফাস্ট হিন্দু পাইলট’ শিরোনামে পাকিস্তান বিমান বাহিনীর পাইলট পদে রাহুল দেবের নিয়োগের সংবাদ প্রকাশ করে। পত্রিকাটিতে বলা হয়, পাকিস্তানের বিমান বাহিনীর ইতিহাসে এ প্রথমবার একজন হিন্দু দেশটির বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পাইলট পদে নিয়োগ পেল। অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারী  রবি দাওয়ানি সশস্ত্র বাহিনীর গুরুত্ব পদ সমূহে সংখ্যালঘু  হিন্দু সম্প্রদায়ের সদস্যদের নিয়োগ দেয়ায়  ইমরান সরকারের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে ইমরান খানের সরকারের আমলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ  সিভিল সার্ভিস, ডাক্তার, সশস্ত্র বাহিনীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিয়োগ পেয়েছেন। পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের নেতা রবি আরও বলেন, ইমরানের খানের সরকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দিকে বেশ নজর দিচ্ছেন এটা অব্যাহত থাকলে পাকিস্তানের জন্য বহু রাহুল দেব ভবিষ্যতে দেশটির জন্য বিসর্জন দিতে তৈরী  থাকবে। পাইলট রাহুল দেব পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার বাসিন্দা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.