--- বিজ্ঞাপন ---

বিদেশী পিস্তল ও গুলিসহ ফেণী থেকে সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭

0

মোহাম্মদ শহীদুল ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী দুর্যোগের মূহুর্তে অপরাধ দমনে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ অধিনায়কের কার্যালয়ের র‌্যাব টীম তৎপর রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতি সম্প্রতি র‌্যাব-৭ এর একটি দল ফেনী থানাধীন পদুয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ এ কে এম সালাহউদ্দিন (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ।


র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন বাংলাদেশের সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল গত ৮ মে রাত ৯টা ৫০ মিনিটে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পদুয়া এলাকায় অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে এ কে এম সালাহউদ্দিন (৪৮), পিতা- মৃত সিরাজুল হক, গ্রাম- পাদুয়া, জেলা- ফেনী’কে আটক করে। পরবর্তীতে তার দেহে তল্লাশী করে তার কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ কে এম সালাহউদ্দিন (৪৮)-এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় অস্ত্র আইনে ১ টি,বিস্ফোরক দ্রব্য আইনে ২ টি এবং অন্যান্য ধারায় ৭ টি মামলাসহ সর্বমোট ১০ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
## চট্টগ্রাম, ০৯.০৫.২০২০ ইং।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.