--- বিজ্ঞাপন ---

নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলো ইরানের দুই যুদ্ধজাহাজ

0

ইরানের নৌবাহিনীর দুটি জাহাজের মধ্যে ‘ফেন্ডলি ফায়ার’ বা নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেশটির কমপক্ষে ১৯ জন নাবিক মারা গেছেন বলে ইরানি নৌবাহিনী নিশ্চিত করেছে। এই ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ফ্রিগেট জামারান পরীক্ষা করে দেখছিল এমন একটি জাহাজ বিধ্বংসী মিসাইল সহযোগী ছোট জাহাজ কোনারাককে আঘাত হানলে এই দূর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে ওমান উপসাগরে, হরমুজ প্রণালীর কাছে, একট প্রশিক্ষণ কার্যক্রম চলার সময়।

ইরানের প্রতিরক্ষা বাহিনী ওই কৌশলগত জলসীমায় নিয়মিতভাবে প্রশিক্ষণ চালিয়ে থাকে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইট জানিয়েছে, দেশটির দক্ষিণের বন্দর-ই-জাস্কের কাছে প্রশিক্ষণের সময় কোনারাক জাহাজে একটি মিসাইল আঘাত হানে।

এতে বলা হয়, কোনারাক এ সময় প্রশিক্ষণের একটি লক্ষবস্তু নির্দিষ্ট স্থানে নিয়ে যায়, কিন্ত মিসাইলটি আঘাত হানার সময় যথেষ্ঠ দূরে সরে যেতে পারেনি।

জাস্ক বন্দরটি ইরানের রাজধানী তেহরান থেকে ১,২৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

জামারান ও কোনারক ইরানি মিলিটারির নৌবাহিনীর অংশ বলে বলা হচ্ছে।
সূত্র : বিবিসি

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.