--- বিজ্ঞাপন ---

আগের জীবনে ফিরে গেছে নিউজিল্যান্ড, করোনা জয়

0

নিউজিল্যান্ডে বর্তমানে কোনও কোভিড-১৯ রোগী নেই। গত ১৭ ধরে দেশটিতে নতুন করে কেউ শনাক্ত হয়নি।এ অবস্থায় সেখানে আরোপিত সামাজিক দূরত্ব মেনে চলার বিধি নিষেধ বহাল থাকবে কিনা, তা নিয়ে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিবেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন।

ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী তার ভাষণে দেশটিতে আরোপিত লকডাউন শিথিলের ঘোষণা দেবেন।৫০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নিউজিল্যান্ডে প্রথমবারের মতো করোনা সংক্রমণ ধরা পড়ে গত ২৮ ফেব্রুয়ারি। এরপর দেশজুড়ে কঠোর লকডাউন আরোপ করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। কয়েক সপ্তাহ ধরে কড়া লকডাউন প্রয়োগের মাধ্যমে মহামারি ঠেকাতে সক্ষম হয়েছে দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, নিউজিল্যান্ডে সবমিলিয়ে ১৫০৪ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন। এদের মধ্যে ১৪ হাজার ৮২ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা গেছেন বাকি ২২ জন। ফলে দেশটি এখন করোনা মুক্ত।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.