--- বিজ্ঞাপন ---

চাপে পড়ে দুই ভারতীয় কর্মকর্তাকে মুক্তি দিল পাকিস্তান

0

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মকর্তার সন্ধান মিলল। সোমবার সকাল ৮টা থেকে খোঁজ মিলছিল না ওই দুই কর্মীর। ইসলামাবাদ থেকে তাঁরা নিখোঁজ হয়ে যান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটিফিকেশনের উল্লেখ করে নয়াদিল্লি জানিয়েছে, নিখোঁজ দুই কর্মীর সন্ধান মিলেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ভারতীয় হাইকমিশনের ওই দুই চালকই একটি সড়ক দুর্ঘটনার সাথে জড়িত। এর আগে কেন্দ্রের একটি সূত্রে দাবি করা হয়েছিল, ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা ‘ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স’ (ISI)-এর হেফাজতে রয়েছেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মী নিখোঁজ হওয়ার পরেই, পাক সরকারের কাছে এ নিয়ে নালিশ করে ভারত। নয়াদিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ ডেকে পাঠানো হয় পাক কূটনীতিককে।

জানা গিয়েছে, Hit and Run Accident মামলায় ধৃত দুই চালককে মুক্তি দিয়েছে পাকিস্তান পুলিশ। ভারতের তরফে কড়া প্রতিবাদের পরেই ছেড়ে দেওয়া হয়। পাক পুলিশের অভিযোগ, ভারতীয় হাইকমিশনের জুনিয়র দুই চালকের গাড়ির ধাক্কায় এক পথচারি গুরুতর জখম হন। পাক পুলিশ দাবি করে, ভারতীয় হাইকমিশনের ওই দুই কর্মীকে হেনস্থা করা হয়নি। নিরাপত্তার কথা ভেবেই ওই দু-জনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর, ওই দু-জনের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের দুই কর্মীকে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে গ্রেফতার করে, দেশে ফেরত পাঠানো হয়। ওই দুই পাক কর্মী ভিসা দফতরে ছিলেন। চরবৃত্তির সময় তাঁরা হাতেনাতে ধরা পড়েন। অনেক দিন ধরেই তাঁরা গোয়েন্দাদের নজরে ছিলেন।

এই ঘটনার পর থেকেই পাকিস্তানে থাকা একাধিক শীর্ষ ভারতীয় কূটনীতিককে হেনস্থা করার অভিযোগ ওঠে ইসলামাবাদের বিরুদ্ধে। বিগত কয়েক দিন ধরেই নানা ভাবে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন।

সম্প্রতি ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়ার গাড়ি ধাওয়া করে আইএসআই-এর আধিকারিকেরা। একটি বাইক ভারতীয় এই কূটনীতিকের গাড়ি ফলো করতে থাকে। এখানেই শেষ হয়। এ ভাবেই একের পর এক ভারতীয় অফিসারকে সেখানে হেনস্থা করা হচ্ছে। তার জেরে ভারত তীব্র প্রতিবাদ করে।
গত মার্চে পাকিস্তানের ভারতীয় হাইকমিশন ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকে পাঠানো এক চিঠিতে কড়া প্রতিবাদ করে। চিঠিতে উল্লেখ করা হয়, শুধু মার্চেই এমন ১৩টি ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে একই ঘটনার পুনাবৃত্তি না হয়, তা পাকিস্তানকে নিশ্চিত করতে বলা হয়।

গত কয়েক বছর ধরেই ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষত, কাশ্মীর সীমান্তে পাকসেনা লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জেরে। পাকিস্তান যে জঙ্গিদের ক্রমাগত উস্কানি জুগিয়ে চলেছে, সে প্রমাণও ভারত পেয়েছে একাধিকবার। সম্প্রতি বেশ কয়েক বার পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
সূত্র ঃ এনডিটিভি

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.