--- বিজ্ঞাপন ---

সাংবাদিক খাশোগি হত্যার অভিযোগে ২০ সৌদি নাগরিকের বিচার শুরু

0

তুরস্কের আদালতে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ২০ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের ক্যাগলিয়ান জেলার প্রধান আদালতে শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় এই বিচারকার্য শুরু হয়।

৫৯ বছর বয়সী জামাল খাশোগি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলামিস্ট ছিলেন। ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ২০১৮ সালে ২ অক্টোবর তাকে হত্যা করা হয়।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, হত্যাকারীরা খাশোগির লাশ দূতাবাসেই কেটে নিশ্চিহ্ন করে ফেলে। তার দেহাবশেষ এখনো পাওয়া যায়নি।

গত মার্চ মাসে তুরস্কের প্রসিকিউটররা খাশোগি হত্যার ঘটনায় ২০ জন সৌদি নাগরিককে অভিযুক্ত করেন। তাদের মধ্যে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দু’জন প্রাক্তন সিনিয়র সহযোগীও রয়েছেন। অভিযোগপত্রে সৌদির সাবেক উপ-গোয়েন্দা প্রধান আহমেদ আল-আসিরির বিরুদ্ধে দল গঠন ও সাংবাদিক খাশোগিকে হত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে। অন্যান্য অভিযুক্ত সন্দেহভাজনরা মূলত সৌদি কর্মকর্তা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তুরস্ক ইতোমধ্যে সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গবেষক অ্যান্ড্রু গার্ডনার বলেন, আশা করা যাচ্ছে বিচারকার্যে নতুন সব প্রমাণগুলোতে আলোকপাত করবে। ইতোমধ্যে প্রমাণাদি পেশ ও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। #আল জাজিরা

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.