--- বিজ্ঞাপন ---

চমেক হাসপাতালে রোগীদের ট্রলি ও হুইল চেয়ারে জীবাণুনাশক করছে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা

0

কোভিড -১৯ প্রতিরোধে প্রতিনিয়ত মাঠে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা। এ পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে প্রথম থেকেই নগরীর বিভিন্ন হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করে আসছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।

সে ধারাবাহিকতায় আজ ৩ জুন শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এর সুষ্ঠ ও দক্ষ দিকনির্দেশনায় নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হয়। হাসপাতালের প্রবেশ পথে, রোগী বহন কাজে নিয়োজিত ট্রলিতে, হুইল চেয়ারে, জরুরী বিভাগের চিকিৎসক রুম ও করোনা ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, কার্যকরী পর্ষদ সদস্য হাবিবুর রহমান সহ যুব স্বেচ্ছাসেবকরা

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.