--- বিজ্ঞাপন ---

লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারে বেডশিট বিতরণের মাধ্যমে সেবাবর্ষের সূচনা করলেন লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ

0

লিওদের মানবতার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লায়ন জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ। গতকাল লিওজেলা ও ক্লাব সভাপতিবৃন্দ কর্তৃক আয়োজিত “ইয়ার লঞ্চিং প্রোগ্রাম ২০২০”- প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিনের সঞ্চালনায় চিটাগং লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেক্সে আরো উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোঃ শওকত আলী চৌধুরী এমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ মনিরুল কবির, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন একেএম নবিউল হক সুমন সহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ।

এতে আরোও উপস্থিত ছিলেন লিও জেলা সভাপতি লিও এইচ.এম. হাকিম, সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও মোঃ শাহরিয়ার ইকবাল, সহ সভাপতি লিও জয় চক্রবর্তী, সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রিমন, ট্রেজারার লিও ইরফান মোস্তফা, সদ্য প্রাক্তন সেক্রেটারি লিও আফিফা ইসলাম, সদ্য প্রাক্তন ট্রেজারার লিও আবছার উদ্দীন,জয়েন্ট সেক্রেটারি লিও শহিদুল্লাহ, জয়েন্ট ট্রেজারার লিও মেহেদী হাসান জনি সহ অন্যান্য লিও নেতৃবৃন্দ।সেবাবর্ষের প্রথম দিনে বিভিন্ন লিও ক্লাবের যৌথ উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও চট্টগ্রাম মা-ও-শিশু হসপিটালের জন্য বেডসিট ও ক্লাব সমূহের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। নবনির্বাচিত কমিটিকে ক্লাব সমূহের ফুল দিয়ে বরণ মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.