--- বিজ্ঞাপন ---

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত

0

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এবং চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম. এ. ছালাম এর নির্দেশনায় দিনরাত ২৪ ঘন্টা বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। অক্সিজেন সিলিন্ডার কাধেঁ নিয়ে নগরীর বিভিন্ন প্রান্তে রোগীদের কাছে পৌছেঁ দিয়ে আসছে এ সেবা কার্যক্রমের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। তবে এই সেবা পেতে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। ইতিমধ্যে অক্সিজেন সিলিন্ডার নগরীর বেটারি গল্লি ও বহদ্দারহাট এলাকার সেবার জন্য আবেদনকৃত কোভিড, নন- কোভিড রোগীদের বাসায় পৌছেঁ দিয়েছে।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত ৮ সদস্য বিশিষ্ট একটি জরুরী সেবা প্রদান টিম প্রতিনিয়ত আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মহানগরীর যেকোনো এলাকা থেকে ০১৮৪৫৮০৮৩০৩ নম্বরে ফোন করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.